© Kriya Unlimited, 2010 - 2023
স্ত্রীর বোন চায়ে তার
ভুলে ঢেলেছিল কালি,
"শ্যালী' ব'লে ভর্ৎসনা
করেছিল বনমালী।
এত বড়ো গালি শুনে
জ্ব'লে মরে মনাগুনে,
আফিম সে খাবে কিনা
সাত মাস ভাবে খালি,
অথবা কি গঙ্গায়
পোড়া দেহ দিবে ডালি।