১০ (tinkori tolpariye uthlo)

তিনকড়ি। তোল্‌পাড়িয়ে উঠল পাড়া,

            তবু কর্তা দেন না সাড়া!     জাগুন শিগ্‌গির জাগুন্‌।

  কর্তা।    এলারামের ঘড়িটা যে

            চুপ রয়েছে, কই সে বাজে--

তিনকড়ি।     ঘড়ি পরে বাজবে, এখন      ঘরে লাগল আগুন।

  কর্তা।    অসময়ে জাগলে পরে

            ভীষণ আমার মাথা ধরে--

তিনকড়ি।     জানলাটা ঐ উঠল জ্বলে,      ঊর্ধ্বশ্বাসে ভাগুন।

  কর্তা।    বড্ড জ্বালায় তিনকড়িটা--

তিনকড়ি।     জ্বলে যে ছাই হল ভিটা,

            ফুটপাথে ঐ বাকি ঘুমটা          শেষ করতে লাগুন।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.