THE FLOOD, at last, has come upon your dry river-bed. Cry for the boatman, cut the cordage, launch the boat. Take your oars, my comrades, your debt has grown heavy, for you have spent idle days at the landing, hesitating to buy and sell. Pull up the anchor, set the sails, let happen what may.
সেটুকু তোর অনেক আছে যেটুকু তোর আছে খাঁটি, তার চেয়ে লোভ করিস যদি সকলি তোর হবে মাটি। একমনে তোর একতারাতে একটি যে তার সেইটে বাজা, ফুলবনে তোর একটি কুসুম তাই নিয়ে তোর ডালি সাজা। যেখানে তোর বেড়া সেথায় আনন্দে তুই থামিস এসে, যে কড়ি তোর প্রভুর দেওয়া সেই কড়ি তুই নিস রে হেসে। লোকের কথা নিস নে কানে, ফিরিস নে আর হাজার টানে, যেন রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা-- একতারাতে একটি যে তার আপন মনে সেইটি বাজা।