উন্নতিলক্ষণ (unnotilokkhon)

ওগো পুরবাসী, আমি পরবাসী

       জগৎব্যাপারে অজ্ঞ,

শুধাই তোমায় এ পুরশালায়

       আজি এ কিসের যজ্ঞ?

সিংহদুয়ারে পথের দু ধারে

       রথের না দেখি অন্ত--

কার সম্মানে ভিড়েছে এখানে

       যত উষ্ণীষবন্ত?

বসেছেন ধীর অতি গম্ভীর

      দেশের প্রবীণ বিজ্ঞ,

প্রবেশিয়া ঘরে সংকোচে ডরে

       মরি আমি অনভিজ্ঞ।

কোন্‌ শূরবীর জন্মভূমির

       ঘুচালো হীনতাপঙ্ক?

ভারতের শুচি যশশশীরুচি

       কে করিল অকলঙ্ক?

রাজা মহারাজ মিলেছেন আজ

       কাহারে করিতে ধন্য?

বসেছেন এঁরা পূজ্যজনেরা

       কাহার পূজার জন্য?

 

উত্তর

 

গেল সে সাহেব ভরি দুই জেব

       করিয়া উদর পূর্তি,

এরা বড়োলোক করিবেন শোক

       স্থাপিয়া তাহারি মূর্তি॥

অভাগা কে ওই মাগে নাম সই,

       দ্বারে দ্বারে ফিরে খিন্ন,

তবু উৎসাহে রচিবারে চাহে

       কাহার স্মরণচিহ্ন?

সন্ধ্যাবেলায় ফিরে আসে হায়

       নয়ন অশ্রুসিক্ত,

হৃদয় ক্ষুণ্ন খাতাটি শূন্য,

       থলি একেবারে রিক্ত!

যাহার লাগিয়া ফিরিছে মাগিয়া

       মুছি ললাটের ঘর্ম,

স্বদেশের কাছে কী সে করিয়াছে?

       কী অপরাধের কর্ম?

 

উত্তর

 

আর কিছু নহে, পিতাপিতামহে

       বসায়ে গেছে সে উচ্চে,

জন্মভূমিরে সাজায়েছে ঘিরে

       অমরপুষ্পগুচ্ছে॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.