অস্তমান রবি (astoman rabi)

আজ কি তপন তুমি যাবে অস্তাচলে

না শুনে আমার মুখে একটিও গান।

দাঁড়াও গো, বিদায়ের দুটি কথা বলে

আজিকার দিন আমি করি অবসান।

থামো ওই সমুদ্রের প্রান্তরেখা-'পরে,

মুখে মোর রাখো তব একমাত্র আঁখি।

দিবসের শেষ পলে নিমেষের তরে

তুমি চেয়ে থাকো আর আমি চেয়ে থাকি।

দুজনের আঁখি-'পরে সায়াহ্ন-আঁধার

আঁখির পাতার মতো আসুক মুদিয়া,

গভীর তিমিরস্নিগ্ধ শান্তির পাথার

নিবায়ে ফেলুক আজি দুটি দীপ্ত হিয়া।

শেষ গান সাঙ্গ করে থেমে গেছে পাখি,

আমার এ গানখানি ছিল শুধু বাকি॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.