বঙ্গবাসীর প্রতি (bangabasir prati)

আমায়      বোলো না গাহিতে বোলো না।

এ কি       শুধু হাসিখেলা, প্রমোদের মেলা

                   শুধু মিছে কথা ছলনা!

আমায়      বোলো না গাহিতে বোলো না।

এ যে        নয়নের জল, হতাশের শ্বাস,

            কলঙ্কের কথা, দরিদ্রের আশ,

এ যে        বুক-ফাটা দুখে গুমরিছে বুকে

                   গভীর মরমবেদনা।

এ কি        শুধু হাসিখেলা, প্রমোদের মেলা,

                   শুধু মিছে কথা ছলনা।

            এসেছি কি হেথা যশের কাঙালি

              কথা গেঁথে গেঁথে নিতে করতালি,

            মিছে কথা কয়ে মিছে যশ লয়ে

                   মিছে কাজে নিশিযাপনা।

            কে জাগিবে আজ, কে করিবে কাজ,

            কে ঘুচাতে চাহে জননীর লাজ--

            কাতরে কাঁদিবে, মা'র পায়ে দিবে

                   সকল প্রাণের কামনা।

এ কি        শুধু হাসিখেলা, প্রমোদের মেলা,

          শুধু মিছে কথা ছলনা!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.