চরণ (choron)

দুখানি চরণ পড়ে ধরণীর গায়--

দুখানি অলস রাঙা কোমল চরণ।

শত বসন্তের স্মৃতি জাগিছে ধরায়,

শত লক্ষ কুসুমের পরশস্বপন।

শত বসন্তের যেন ফুটন্ত অশোক

ঝরিয়া মিলিয়া গেছে দুটি রাঙা পায়।

প্রভাতের প্রদোষের দুটি সূর্যলোক

অস্ত গেছে যেন দুটি চরণছায়ায়।

যৌবনসংগীত পথে যেতেছে ছড়ায়ে,

নূপুর কাঁদিয়া মরে চরণ জড়ায়ে,

নৃত্য সদা বাঁধা যেন মধুর মায়ায়।

হোথা যে নিঠুর মাটি, শুষ্ক ধরাতল--

এসো গো হৃদয়ে এসো, ঝুরিছে হেথায়

লাজরক্ত লালসার রাঙা শতদল॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.