দেহের মিলন (dekher milon)

প্রতি অঙ্গ কাঁদে তব প্রতি অঙ্গ-তরে।

প্রাণের মিলন মাগে দেহের মিলন।

হৃদয়ে আচ্ছন্ন দেহ হৃদয়ের ভরে

মুরছি পড়িতে চায় তব দেহ-'পরে।

তোমার নয়ন-পানে ধাইছে নয়ন,

অধর মরিতে চায় তোমার অধরে।

তৃষিত পরান আজি কাঁদিছে কাতরে

তোমারে সর্বাঙ্গ দিয়ে করিতে দর্শন।

হৃদয় লুকানো আছে দেহের সায়রে,

চিরদিন তীরে বসি করি গো ক্রন্দন।

সর্বাঙ্গ ঢালিয়া আজি আকুল অন্তরে

দেহের রহস্য-মাঝে হইব মগন।

আমার এ দেহ মন চির রাত্রিদিন

তোমার সর্বাঙ্গে যাবে হইয়া বিলীন॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.