গান (gan)
ওগো কে যায় বাঁশরি বাজায়ে।
আমার ঘরে কেহ নাই যে।
তারে মনে পড়ে যারে চাই যে॥
তার আকুল পরান বিরহের গান
বাঁশি বুঝি গেল জানায়ে।
আমি আমার কথা তারে জানাব কী করে,
প্রাণ কাঁদে মোর তাই যে॥
কুসুমের মালা গাঁথা হল না,
ধূলিতে পড়ে শুকায় রে,
নিশি হয় ভোর, রজনীর চাঁদ
মলিন মুখ লুকায় রে।
সারা বিভাবরী কার পূজা করি
যৌবন-ডালা সাজায়ে,
ওই বাঁশি-স্বরে হায় প্রাণ নিয়ে যায়,
আমি কেন থাকি হায় রে॥