গান-রচনা (gan rochona)

এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা,

এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন;

এ শুধু আপন মনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা

নিমেষের হাসিকান্না গান গেয়ে সমাপন।

শ্যামল পল্লবপাতে রবিকরে সারাবেলা

আপনার ছায়া লয়ে খেলা করে ফুলগুলি,

এও সেই ছায়া-খেলা বসন্তের সমীরণে।

কুহকের দেশে যেন সাধ ক'রে পথ ভুলি।

হেথা হোথা ঘুরি ফিরি সারাদিন আনমনে।

কারে যেন দেব ব'লে কোথা যেন ফুল তুলি,

সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে।

এ খেলা খেলিবে হায় খেলার সাথি কে আছে?

ভুলে ভুলে গান গাই--কে শোনে, কে নাই শোনে--

যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.