ক্ষুদ্র অনন্ত (khudro ononto)

অনন্ত দিবসরাত্রি কালের উচ্ছ্বাস

তারি মাঝখানে শুধু একটি নিমেষ

একটি মধুর সন্ধ্যা, একটু বাতাস,

মৃদু আলো-আঁধারের মিলন-আবেশ--

তারি মাঝখানে শুধু একটুকু জুঁই।

একটুকু হাসিমাখা সৌরভের লেশ,

একটু অধর তার ছুঁই কি না ছুঁই,

আপন আনন্দ লয়ে উঠিতেছে ফুটে

আপন আনন্দ লয়ে পড়িতেছে টুটে।

সমগ্র অনন্ত ওই নিমেষের মাঝে

একটি বনের প্রান্তে জুঁই হয়ে উঠে।

পলকের মাঝখানে অনন্ত বিরাজে।

যেমনি পলক টুটে ফুল ঝরে যায়,

অনন্ত আপনা-মাঝে আপনি মিলায়॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.