নিদ্রিতার চিত্র (nidritar chitro)

মায়ায় রয়েছে বাঁধা প্রদোষ-আঁধার,

চিত্রপটে সন্ধ্যাতারা অস্ত নাহি যায়।

এলাইয়া ছড়াইয়া গুচ্ছ কেশভার

বাহুতে মাথাটি রেখে রমণী ঘুমায়।

চারি দিকে পৃথিবীতে চিরজাগরণ,

কে ওরে পাড়ালে ঘুম তারি মাঝখানে!

কোথা হতে আহরিয়া নীরব গুঞ্জন

চিরদিন রেখে গেছে ওরই কানে কানে।

ছবির আড়ালে কোথা অনন্ত নির্ঝর

নীরব ঝর্ঝরগানে পড়িছে ঝরিয়া।

চিরদিন কাননের নীরব মর্মর,

লজ্জা চিরদিন আছে দাঁড়ায়ে সমুখে--

যেমনি ভাঙিবে ঘুম, মরমে মরিয়া

বুকের বসনখানি তুলে দিবে বুকে॥

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.