শেষ কথা (shesh kotha)

মনে হয় কী একটি শেষ কথা আছে,

সে কথা হইলে বলা সব বলা হয়।

কল্পনা কাঁদিয়া ফিরে তারি পাছে পাছে,

তারি তরে চেয়ে আছে সমস্ত হৃদয়।

শত গান উঠিতেছে তারি অন্বেষণে,

পাখির মতন ধায় চরাচরময়।

শত গান ম'রে গিয়ে, নূতন জীবনে

একটি কথায় চাহে হইতে বিলয়।

সে কথা হইলে বলা নীরব বাঁশরি,

আর বাজাব না বীণা চিরদিন-তরে।

সে কথা শুনিতে সবে আছে আশা করি,

মানব এখনো তাই ফিরিছে না ঘরে।

সে কথায় আপনারে পাইব জানিতে,

আপনি কৃতার্থ হব আপন বাণীতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.