প্রভাতে একটি দীর্ঘশ্বাস একটি বিরল অশ্রুবারি ধীরে ওঠে, ধীরে ঝরে যায়, শুনিলে তোমার নাম আজ। কেবল একটুখানি লাজ-- এই শুধু বাকি আছে হায়। আর সব পেয়েছে বিনাশ। এক কালে ছিল যে আমারি গেছে আজ করি পরিহাস।
বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, কেমনে দিই ফাঁকি-- আধেক ধরা পড়েছি গো, আধেক আছে বাকি। কেন জানি আপনা ভুলে বারেক হৃদয় যায় যে খুলে, বারেক তারে ঢাকি-- আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি। বাহির আমার শুক্তি যেন কঠিন আবরণ-- অন্তরে মোর তোমার লাগি একটি কান্না-ধন। হৃদয় বলে তোমার দিকে রইবে চেয়ে অনিমিখে, চায় না কেন আঁখি-- আধেক ধরা পড়েছি যে, আধেক আছে বাকি।