১৫৯
ভেবেছিনু গনি গনি লব সব তারা--
গনিতে গনিতে রাত হয়ে যায় সারা,
বাছিতে বাছিতে কিছু না পাইনু বেছে।
আজ বুঝিলাম, যদি না চাহিয়া চাই
তবেই তো একসাথে সব-কিছু পাই,
সিন্ধুরে তাকায়ে দেখো,মরিয়ো না সেঁচে॥