যে গান আমি গাই জানি নে সে কার উদ্দেশে। যবে জাগে মনে অকারণে চপল হাওয়া সুর যায় ভেসে কার উদ্দেশে। ঐ মুখে চেয়ে দেখি, জানি নে তুমিই সে কি অতীত কালের মূরতি এসেছ নতুন কালের বেশে। কভু জাগে মনে, যে আসে নি এ জীবনে ঘাট খুঁজি খুঁজি গানের খেয়া সে মাগিতেছে বুঝি আমার তীরেতে এসে।
IF I WERE ONLY a little puppy, not your baby, mother dear, would you say 'No' to me if I tried to eat from your dish? Would you drive me off, saying to me, 'Get away, you naughty little puppy?' Then go, mother, go! I will never come to you when you call me, and never let you feed me any more. If I were only a little green parrot, and not your baby, mother dear, would you keep me chained lest I should fly away? Would you shake your finger at me and say, 'What an ungrateful wretch of a bird! It is gnawing at its chain day and night?' Then, go, mother, go! I will run away into the woods; I will never let you take me in your arms again.