মোর মরণে তোমার হবে জয়। মোর জীবনে তোমার পরিচয়। মোর দুঃখ যে রাঙা শতদল আজ ঘিরিল তোমার পদতল, মোর আনন্দ সে যে মণিহার মুকুটে তোমার বাঁধা রয়। মোর ত্যাগে যে তোমার হবে জয়। মোর প্রেমে যে তোমার পরিচয়। মোর ধৈর্য তোমার রাজপথ সে যে লঙ্ঘিবে বনপর্বত, মোর বীর্য তোমার জয়রথ তোমারি পতাকা শিরে বয়।