১৮ আশ্বিন, ১৩৩৫


 

একাকী (ekaki)


চন্দ্রমা আকাশতলে পরম একাকী--

আপন নিঃশব্দ গানে আপনারি শূন্য দিল ঢাকি।

          অয়ি একাকিনী,

অলিন্দে নিশীথরাত্রে শুনিছ সে জ্যোৎস্নার রাগিণী

              চেয়ে শূন্যপানে,

যে রাগিণী অসীমের উৎস হতে আনে

     অনাদি বিরহরস, তাই দিয়ে ভরিয়া আঁধার

কোন্‌ বিশ্ববেদনার মহেশ্বরে দেয় উপহার।

              তারি সাথে মিলায়েছ তব দৃষ্টিখানি,

                   চোখে অনিবর্চনীয় বাণী,

          মিলায়েছ যেন তব জন্মান্তর হতে নিয়ে আসা

                        দীর্ঘনিশ্বাসের ভাষা।

          মিলায়েছ, সুগম্ভীর দুঃখের মাঝারে

যে মুক্তি রয়েছে লীন বন্ধহীন শান্ত অন্ধকারে।

অরণ্যে  অরণ্যে আজি সাগরে সাগরে,

     জনশূন্য তুষারশিখরে

কোন্‌ মহাশ্বেতা, কোন্‌ তপস্বিনী বিছাল অঞ্চল,

              স্তব্ধ অচঞ্চল,

অনন্তেরে সম্বোধিয়া কহিল সে ঊর্ধ্বে তুলি আঁখি,

              তুমিও একাকী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •