প্রত্যাশা (protyasa)

প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে

                  কী উচ্ছ্বাসে

       ক্লান্তিবিহীন ফুল-ফোটানোর খেলা।

            ক্ষান্তকূজন শান্ত বিজন সন্ধ্যাবেলা

প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি,

                  "এসেছে কি।'

আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে

                  কী উল্লাসে

       নাচের মাতন লাগল শিরীষ-ডালে,

            স্বর্গপুরের কোন্‌ নূপুরের তালে।

প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, "শুনাও দেখি,

                  আসে নি কি।'

আবার কখন্‌ এমনি দিনেই ফাগুন মাসে

                  কী বিশ্বাসে

       ডালগুলি তার রইবে শ্রবণ পেতে

            অলখ জনের চরণশব্দে মেতে।

প্রত্যহ তার মর্মরস্বর বলবে আমায় দীর্ঘশ্বাসে,

                  "সে কি আসে।'

প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসে

                  কী আশ্বাসে,

       হায় গো আমার ভাগ্যরাতের তারা,

            নিমেষগণন হয় না কি মোর সারা।

       প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলোমেলো,

                  "সে কি এল।'

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.