উদ্‌ঘাত (udghat)

অজানা জীবন বাহিনু,

       রহিনু আপন মনে,

গোপন করিতে চাহিনু--

       ধরা দিনু দুনয়নে।

কী বলিতে পাছে কী বলি

তাই দূরে ছিনু কেবলি,

তুমি কেন এসে সহসা

                 দেখে গেলে আঁখিকোণে

                 কী আছে আমার মনে।

গভীর তিমিরগহনে

       আছিনু নীরব বিরহে,

হাসির তড়িৎ-দহনে

       লুকানো সে আর কি রহে।

দিন কেটেছিল বিজনে

ধেয়ানের ছবি সৃজনে,

আনমনে যেই গেয়েছি

       শুনে গেছ সেইখনে

       কী আছে আমার মনে।

প্রবেশিলে মোর নিভৃতে,

       দেখে নিলে মোরে কী ভাবে,

যে দীপ জ্বেলেছি নিশীথে

       সে দীপ কি তুমি নিভাবে।

ছিল ভরি মোর থালিকা,

ছিঁড়িব কি সেই মালিকা।

শরম দিবে কি তাহারে

       অকথিত নিবেদনে

       যা আছে আমার মনে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.