২৫ (aabaar aamaar haate binaa)

আবার আমার হাতে বীণা দাও তুলি,

আবার আসুক ফিরে হারা গানগুলি।

সহসা কঠিন শীতে মানসের জলে

পদ্মবন মরে যায়, হংস দলে দলে

সারি বেঁধে উড়ে যায় সুদূর দক্ষিণে

জনহীন কাশফুল্ল নদীর পুলিনে;

আবার বসন্তে তারা ফিরে আসে যথা

বহি লয়ে আনন্দের কলমুখরতা--

তেমনি আমার যত উড়ে-যাওয়া গান

আবার আসুক ফিরে, মৌন এ পরান

ভরি উতরোলে; তারা শুনাক এবার

সমুদ্রতীরের তান, অজ্ঞাত রাজার

অগম্য রাজ্যের যত অপরূপ কথা,

সীমাশূন্য নির্জনের অপূর্ব বারতা।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.