২৩ (aaji hemanter shaanti)

আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত চরাচরে।

জনশূন্য ক্ষেত্র-মাঝে দীপ্ত দ্বিপ্রহরে

শব্দহীন গতিহীন স্তব্ধতা উদার

রয়েছে পড়িয়া শ্রান্ত দিগন্তপ্রসার

স্বর্ণশ্যাম ডানা মেলি। ক্ষীণ নদীরেখা

নাহি করে গান আজি, নাহি লেখে লেখা

বালুকার তটে। দূরে দূরে পল্লী যত

মুদ্রিতনয়নে রৌদ্র পোহাইতে রত

নিদ্রায় অলস ক্লান্ত।

                           এই স্তব্ধতায়

শুনিতেছি তৃণে তৃণে ধুলায় ধুলায়,

মোর অঙ্গে রোমে রোমে,লোকে লোকান্তরে

গ্রহে সূর্যে তারকায় নিত্যকাল ধ'রে

অণুপরমাণুদের নৃত্যকলরোল--

তোমার আসন ঘেরি অনন্ত কল্লোল।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.