৭৩ (ami bhalobasi deb ei banglar)

আমি ভালোবাসি, দেব, এই বাঙালার

দিগন্তপ্রসার ক্ষেত্রে যে শান্তি উদার

বিরাজ করিছে নিত্য, মুক্ত নীলাম্বরে

অচ্ছায় আলোকে গাহে বৈরাগ্যের স্বরে

যে ভৈরবীগান, যে মাধুরী একাকিনী

নদীর নির্জন তটে বাজায় কিঙ্কিণী

তরল কল্লোলরোলে, যে সরল স্নেহ

তরুচ্ছায়া-সাথে মিশি স্নিগ্ধপল্লীগেহ

অঞ্চলে আবরি আছে, যে মোর ভবন

আকাশে বাতাসে আর আলোকে মগন

সন্তোষে কল্যাণে প্রেমে--

করো আশীর্বাদ,

যখনি তোমার দূত আনিবে সংবাদ

তখনি তোমার কার্যে আনন্দিতমনে

সব ছাড়ি যেতে পারি দুঃখে ও মরণে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.