৮৬ (dirghokal onabrishti oti dirghokal)

দীর্ঘকাল অনাবৃষ্টি, অতি দীর্ঘকাল,

হে ইন্দ্র, হৃদয়ে মম। দিক্‌চক্রবাল

ভয়ংকার শূন্য হেরি, নাই কোনোখানে

সরস সজল রেখা-- কেহ নাহি আনে

নববারিবর্ষনের শ্যামল সংবাদ।

যদি ইচ্ছা হয়, দেব, আনো বজ্রনাদ

প্রলয়মুখর হিংস্র ঝটিকার সাথে।

পলে পলে বিদ্যুতের বক্র কশাঘাতে

সচকিত করো মোর দিগ্‌দিগন্তর।

সংহরো সংহরো, প্রভো, নিস্তব্ধ প্রখর

এই রুদ্র, এই ব্যাপ্ত, এ নিঃশব্দ দাহ

নিঃসহ নৈরাশ্যতাপ। চাহো নাথ, চাহো

জননী যেমন চাহে সজল নয়ানে

পিতার ক্রোধের দিনে সন্তানের পানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.