৫২ (durgom pother prante panthoshala)

দুর্গম পথের প্রান্তে পান্থশালা-'পরে

যাহারা পড়িয়া ছিল ভাবাবেশভরে

রসপানে হতজ্ঞান,যাহারা নিয়ত

রাখে নাই আপনারে উদ্যত জাগ্রত--

মুগ্ধ মূঢ় জানে নাই বিশ্বযাত্রীদলে

কখন চলিয়া গেছে সুদূর অচলে

বাজায়ে বিজয়শঙ্খ! শুধু দীর্ঘ বেলা

তোমারে খেলনা করি করিয়াছে খেলা।

কর্মেরে করেছে পঙ্গু নিরর্থ আচারে,

জ্ঞানেরে করেছে হত শাস্ত্রকারাগারে,

আপন কক্ষের মাঝে বৃহৎ ভুবন

করেছে সংকীর্ণ রুধি দ্বার-বাতায়ন--

তারা আজ কাঁদিতেছে। আসিয়াছে নিশা--

কোথা যাত্রী, কোথা পথ, কোথায় রে দিশা!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.