৯৪ (he bharat nripotire shikhayechho tumi)

হে ভারত, নৃপতিরে শিখায়েছ তুমি

ত্যজিতে মুকট দণ্ড সিংহাসন ভূমি,

ধরিতে দরিদ্রবেশ; শিখায়েছ বীরে

ধর্মযুদ্ধে পদে পদে ক্ষমিতে অরিরে,

ভুলি জয়-পরাজয় শর সংহরিতে।

কর্মীরে শিখালে তুমি যোগযুক্ত চিতে

সর্বফলস্পৃহা ব্রহ্মে দিতে উপহার।

গৃহীরে শিখালে গৃহ করিতে বিস্তার

প্রতিবেশী আত্মবন্ধু অতিথি অনাথে।

ভোগেরে বেঁধেছ তুমি সংযমের সাথে,

নির্মল বৈরাগ্যে দৈন্য করেছ উজ্জ্বল,

সম্পদের পুণ্যকর্মে করেছ মঙ্গল,

শিখায়েছ স্বার্থ ত্যজি সর্ব দুঃখে সুখে

সংসার রাখিতে নিত্য ব্রহ্মের সম্মুখে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.