৯৫ (he bharat tobo shikkha diyechhe je dhon)

হে ভারত, তব শিক্ষা দিয়েছে যে ধন,

বাহিরে তাহার অতি অল্প আয়োজন,

দেখিতে দীনের মতো, অন্তরে বিস্তার

তাহার ঐশ্বর্য যত।

      আজি সভ্যতার

অন্তহীন আড়ম্বরে, উচ্চ আস্ফালনে,

দরিদ্ররুধিরপুষ্ট বিলাসলালনে,

অগন্য চক্রের গর্জে মুখরঘর্ঘর,

লৌহবাহু দানবের ভীষণ বর্বর

রুদ্ররক্ত-অগ্নিদীপ্ত পরম স্পর্ধায়

নিঃসংকোচে শান্তচিত্তে কে ধরিবে, হায়,

নীরবগৌরব সেই সৌম্য দীনবেশে

সুবিরল,নাহি যাহে চিন্তাচেষ্টালেশ?

কে রাখিবে ভরি নিজ অন্তর-আগার

আত্মার সম্পদরাশি মঙ্গল উদার?

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.