৪৫ (je bhokti tomare loye doirjo)

যে ভক্তি তোমারে লয়ে ধৈর্য নাহি মানে,

মুহূর্তে বিহ্বল হয় নৃত্যগীতগানে

ভাবোন্মাদমত্ততায়, সেই জ্ঞানহারা

উদ্‌ভ্রান্ত উচ্ছলফেন ভক্তিমদধারা

নাহি চাহি নাথ।

    দাও ভক্তি শান্তিরস,

স্নিগ্ধ সুধা পূর্ণ করি মঙ্গলকলস

সংসারভবনদ্বারে। যে ভক্তি-অমৃত

সমস্ত জীবনে মোর হইবে বিস্তৃত

নিগূঢ় গভীর, সর্ব কর্মে দিবে বল,

ব্যর্থ শুভ চেষ্টারেও করিবে সফল

আনন্দে কল্যাণে। সর্ব প্রেমে দিবে তৃপ্তি,

সর্ব দুঃখে দিবে ক্ষেম,সর্ব সুখে দীপ্তি

দাহহীন।

     সম্বরিয়া ভাব-অশ্রুনীর

চিত্ত রবে পরিপূর্ণ অমত্ত গম্ভীর।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.