৯ (na bujheo ami bujhechhi tomare)

                 না বুঝেও আমি বুঝেছি তোমারে

                        কেমনে কিছু না জানি।

                 অর্থের শেষ পাই না, তবুও

                        বুঝেছি তোমার বাণী।

নিশ্বাসে মোর নিমেষের পাতে

চেতনা বেদনা ভাবনাআঘাতে

কে দেয় সর্বশরীরে ও মনে

                 তব সংবাদ আনি।

                        না বুঝেও আমি বুঝেছি তোমারে

                               কেমনে কিছু না জানি।

তব রাজত্ব লোক হতে লোকে

সে বারতা আমি পেয়েছি পলকে,

হৃদি-মাঝে যবে হেরেছি তোমার

          বিশ্বের রাজধানী।

                 না বুঝেও আমি বুঝেছি তোমারে

                        কেমনে কিছু না জানি।

আপনার চিতে নিবিড় নিভৃতে

যেথায় তোমারে পেয়েছি জানিতে

সেথায় সকলি স্থির নির্বাক্‌

          ভাষা পরাস্ত মানি।

                 না বুঝেও আমি বুঝেছি তোমারে

                        কেমনে কিছু না জানি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.