৯৭ (shokti mor ati olpo he dinbotsol)

শক্তি মোর অতি অল্প, হে দীনবৎসল,

আশা মোর অল্প নহে। তব জলস্থল

তব জীবলোক-মাঝে যেথা আমি যাই

যেথায় দাঁড়াই আমি সর্বত্রই চাই

আমার আপন স্থান। দানপত্রে তব

তোমার নিখিলখানি আমি লিখি লব।

আপনারে নিশিদিন আপনি  বহিয়া

প্রতি ক্ষণে ক্লান্ত আমি। শ্রান্ত সেই হিয়া

তোমার সবার মাঝে করিব স্থাপন

তোমার সবারে করি আমার আপন।

নিজ ক্ষুদ্র দুঃখ সুখ জলঘটসম

চাপিয়াছে দুর্ভর ভার মস্তকেতে মম।

ভাঙি তাহা ডুব দিব বিশ্বসিন্ধুনীরে,

সহজে বিপুল জল বহি যাবে শিরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.