১৩ (sokol gorbo dur kori dibo)

          সকল গর্ব দূর করি দিব,

                 তোমার গর্ব ছাড়িব না।

          সবারে ডাকিয়া কহিব, যেদিন

                 পাব তব পদরেণুকণা।

তব আহ্বান আসিবে যখন

সে কথা কেমনে করিব গোপন?

সকল বাক্যে সকল কর্মে

       প্রকাশিবে তব আরাধনা।

          সকল গর্ব দূর করি দিব,

                 তোমার গর্ব ছাড়িব না।

                   যত মান আমি পেয়েছি যে কাজে

                          সেদিন সকলি যাবে দূরে।

                   শুধু তব মান দেহে মনে মোর

                          বাজিয়া উঠিবে এক সুরে।

পথের পথিক সেও দেখে যাবে

তোমার বারতা মোর মুখভাবে

ভবসংসারবাতায়নতলে

       বসে রব  যবে আনমনা।

          সকল গর্ব দূর করি দিব,

                 তোমার গর্ব ছাড়িব না।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.