৬ (songsar jobe mon kere loy)

সংসার যবে মন কেড়ে লয়,

          জাগে না যখন প্রাণ,

তখনো, হে নাথ, প্রণমি তোমায়

          গাহি বসে তব গান।

                 অন্তরযামী, ক্ষমো সে আমার

                 শূন্যমনের বৃথা উপহার

                 পুষ্পবিহীন পূজা-আয়োজন

                        ভক্তিবিহীন তান--

সংসার যবে মন কেড়ে লয়,

                 জাগে না যখন প্রাণ।

ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে,

          আশা করি প্রাণপণে

নিবিড় প্রেমের সরস বরষা

          যদি নেমে আসে মনে।

                 সহসা একদা আপনা হইতে

                 ভরি দিবে তুমি তোমার অমৃতে

                 এই ভরসায় করি পদতলে

                        শূন্য হৃদয় দান--

সংসার যবে মন কেড়ে লয়,

                 জাগে না যখন প্রাণ।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.