২০ (tomaar pataakaa jaare daao)

তোমার পতাকা যারে দাও, তারে

     বহিবারে দাও শকতি।

তোমার সেবায়ে মহৎ প্রয়াস

     সহিবারে দাও ভকতি।

আমি তাই চাই  ভরিয়া পরান

দুঃখেরি সাথে দুঃখেরি ত্রাণ

তোমার হাতের বেদনার দান

     এড়িয়ে চাহি না মুকতি।

দুখ হবে মোর মাথার মানিক

     সাথে যদি দাও ভকতি।

যত দিতে চাও কাজ দিয়ো,যদি

     তোমারে না দাও ভুলিতে--

অন্তর যদি জড়াতে না দাও

     জালজঞ্জালগুলিতে।

বাঁধিয়ো আমায় যত খুশি ডোরে

মুক্ত রাখিয়ো তোমা-পানে মোরে,

ধুলায় রাখিয়ো পবিত্র ক'রে

     তোমার চরণধূলিতে।

ভুলায় রাখিয়ো সংসারতলে,

     তোমারে দিয়ো না ভুলিতে।

যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব,

     যাই যেন তব চরণে।

সব শ্রম যেন বহি লয় মোরে

     সকল-শ্রান্তি-হরণে।

দুর্গমপথ এ ভবগহন,

     কত ত্যাগ শোক বিরহদহন--

জীবনে মরণ করিয়া বহন

     প্রাণ পাই যেন মরণে।

সন্ধ্যাবেলায় লভি গো কুলায়

     নিখিলশরণ চরণে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.