৭৯ (tomare bolechhe jara putro hote priyo)

তোমারে বলেছে যারা পুত্র হতে প্রিয়,

বিত্ত হতে প্রিয়তর, যা-কিছু আত্মীয়

সব হতে প্রিয়তম নিখিল ভুবনে,

আত্মার অন্তরতর, তাদের চরণে

পাতিয়া রাখিতে চাহি হৃদয় আমার।

সে সরল শান্ত প্রেম গভীর উদার--

সে নিশ্চিত নিঃসংশয়,সেই সুনিবিড়

সহজ মিলনাবেগ, সেই চিরস্থির

আত্মার একাগ্র লক্ষ্য, সেই সর্ব কাজে

সহজেই সঞ্চরণ সদা তোমা-মাঝে

গম্ভীর প্রশান্ত চিত্তে, হে অন্তরযামী,

কেমনে করিব লাভ? পদে পদে আমি

প্রেমের প্রবাহ তব সহজ বিশ্বাসে

অন্তরে টানিয়া লব নিশ্বাসে নিশ্বাসে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.