৫৩ (tumi sorbashroy e ki shudhu)

তুমি সর্বাশ্রয়, এ কি শুধু শূন্যকথা?

ভয় শুধু তোমা-'পরে বিশ্বাসহীনতা

হে রাজন।

     লোকভয়? কেন লোকভয়

লোকপাল? চিরদিবসের পরিচয়

কোন্‌ লোক সাথে?

রাজভয় কার তরে

হে রাজেন্দ্র? তুমি যার বিরাজ' অন্তরে

লভে সে কারার মাঝে ত্রিভুবনময়

তব ক্রোড়, স্বাধীন সে বন্দিশালে।

মৃত্যুভয়

কী লাগিয়া হে অমৃত? দু দিনের প্রাণ

লুপ্ত হলে তখনি কি ফুরাইবে দান--

এত প্রাণদৈণ্য, প্রভু, ভাণ্ডারেতে তব?

সেই অবিশ্বাসে প্রাণ আঁকড়িয়া রব?

কোথা লোক, কোথা রাজা, কোথা ভয় কার!

তুমি নিত্য আছ, আমি নিত্য সে তোমার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.