ছোটো প্রাণ (chhoto pran)

ছিলাম নিদ্রাগত,

      সহসা আর্তবিলাপে কাঁদিল

           রজনী ঝঞ্ঝাহত।

      জাগিয়া দেখিনু পাশে

           কচি মুখখানি সুখনিদ্রায়

               ঘুমায়ে ঘুমায়ে হাসে।

           সংসার-'পরে এই বিশ্বাস

                 দৃঢ় বাঁধা স্নেহডোরে

           বজ্র-আঘাতে ভাঙে তা কেমন ক'রে।

      সৈন্যবাহিনী বিজয়কাহিনী

           লিখে ইতিহাস জুড়ে।

      শক্তিদম্ভ জয়স্তম্ভ

           তুলিছে আকাশ ফুঁড়ে।

           সম্পদসমারোহ

      গগনে গগনে ব্যাপিয়া চলেছে

           স্বর্ণমরীচিমোহ।

      সেথায় আঘাতসংঘাতবেগে

           ভাঙাচোরা যত হোক

                 তার লাগি বৃথা শোক।

      কিন্তু হেথায় কিছু তো চাহে নি এরা।

           এদের বাসাটি ধরণীর কোণে

                 ছোটো-ইচ্ছায় ঘেরা।

           যেমন সহজে পাখির কুলায়

                 মৃদুকণ্ঠের গীতে

      নিভৃত ছায়ায় ভরা থাকে মাধুরীতে।

      হে রুদ্র, কেন তারো 'পরে বাণ হানো,

           কেন তুমি নাহি জানো

      নির্ভয়ে ওরা তোমারে বেসেছে ভালো,

           বিস্মিত চোখে তোমারি ভুবনে

                 দেখেছে তোমার আলো।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.