দীপিকা (dipika)

প্রতি সন্ধ্যায় নব অধ্যায়,

         জ্বাল তব নব দীপিকা।

প্রত্যুষপটে প্রতিদিন লেখ

         আলোকের নব লিপিকা।

অন্ধকারের সাথে দুর্বার

সংগ্রাম তব হয় বার বার,

দিনে দিনে হয় কত পরাজয়,

         দিনে দিনে জয়সাধনা।

পথ ভুলে ভুলে পথ খুঁজে লও,

সেই উৎসাহে পথদুখ বও,

দেশবিদ্রোহে বাঁধা পড় মোহে

        তবে হয় দেবারাধনা।

খেলাঘর ভেঙে বাঁধ খেলাঘর,

           খেল ভেঙে ভেঙে খেলেনা।

বাসা বেঁধে বেঁধে বাসা ভাঙে মন

           কোথাও আসন মেলে না।

জানি পথশেষে আছে পারাবার,

প্রতিখনে সেথা মেশে বারিধার,

নিমেষে নিমেষে তবু নিঃশেষে

          ছুটিছে পথিক তটিনী।

ছেড়ে দিয়ে দিয়ে এক ধ্রুব গান

ফিরে ফিরে আসে নব নব তান,

মরণে মরণে চকিত চরণে

          ছুটে চলে প্রাণনটিনী।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.