প্রথম পাতায় (prothom patay)

লিখতে যখন বল আমায়

       তোমার খাতার প্রথম পাতে

তখন জানি, কাঁচা কলম

       নাচবে আজও আমার হাতে,-

সেই কলমে আছে মিশে

       ভাদ্র মাসের কাশের হাসি,

সেই কলমে সাঁঝের মেঘে

       লুকিয়ে বাজে ভোরের বাঁশি।

সেই কলমে শিশু দোয়েল

       শিস দিয়ে তার বেড়ায় উড়ি।

পারুলদিদির বাসায় দোলে

       কনকচাঁপার কচি কুঁড়ি।

খেলার পুতুল আজও আছে

       সেই কলমের খেলাঘরে,

সেই কলমে পথ কেটে দেয়

       পথ-হারানো তেপান্তরে।

নতুন চিকন অশথপাতা

       সেই কলমে আপনি নাচে।

সেই কলমে মোর বয়সে

       তোমার বয়স বাঁধা আছে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.