উৎসর্গ (utsargo)

কল্যাণীয় শ্রীমান কৃষ্ণ কৃপালানি ও কল্যাণীয়া শ্রীমতী নন্দিতার

শুভপরিণয় উপলক্ষে আশীর্বাদ

 

নবজীবনের ক্ষেত্রে দুজনে মিলিয়া একমান

যে নব সংসার তব প্রেমমন্ত্রে করিছ রচনা

দুঃখ সেথা দিক বীর্য, সুখ দিক সৌন্দর্যের সুধা,

মৈত্রীর আসনে সেথা নিক স্থান প্রসন্ন বসুধা,

হৃদয়ের তারে তারে অসংশয় বিশ্বাসের বীণা

নিয়ত সত্যের সুরে মধুময় করুক আঙিনা।

সমুদার আমন্ত্রণে মুক্তদ্বার গৃহের ভিতরে

চিত্ত তব নিখিলেরে নিত্য যেন আতিথ্য বিতরে

প্রত্যহের আলিম্পনে দ্বারপথে থাকে যেন লেখা

সুকল্যাণী দেবতার অদৃশ্য চরণচিহ্নরেখা।

শুচি যাহা, পুণ্য যাহা, সুন্দর যা, যাহা-কিছু শ্রেয়,

নিরলস সমাদরে পায় যেন তাহাদের দেয়।

তোমার সংসার ঘেরি, নন্দিতা, নন্দিতা তব মন

সরল মাধুর্যরসে নিজেরে করুক সমর্পণ।

তোমাদের আকাশেতে নির্মল আলোর শঙ্খনাদ,

তার সাথে মিলে থাক্ দাদামশায়ের আশীর্বাদ।

 

রবীন্দ্রনাথ ঠাকুর

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.