২ (ore chirobhikkhu tor ajonmokaler)

ওরে চিরভিক্ষু, তোর আজন্মকালের ভিক্ষাঝুলি

চরিতার্থ হোক আজি, মরণের প্রসাদবহ্নিতে

কামনার আবর্জনা যত, ক্ষুধিত অহমিকার

উঞ্ছবৃত্তি-সঞ্চিত জঞ্জালরাশি দগ্ধ হয়ে গিয়ে

ধন্য হোক আলোকের দানে, এ মর্তের প্রান্তপথ

দীপ্ত ক'রে দিক, অবশেষে নিঃশেষে মিলিয়া যাক

পূর্বসমুদ্রের পারে অপূর্ব উদয়াচলচূড়ে

অরুণকিরণতলে একদিন অমর্ত প্রভাতে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.