চাতক (chatok)

শ্রীযুক্ত বিধুশেখর শাস্ত্রী মহাশয়ের নিমন্ত্রণে শান্তিনিকেতন চা-চক্রে আহূত

                 অতিথিগণের প্রতি

 

কী রসসুধা-বরষাদানে মাতিল সুধাকর

         তিব্বতীর শাস্ত্র গিরিশিরে!

তিয়াষিদল সহসা এত সাহসে করি ভর

         কী আশা নিয়ে বিধুরে আজি ঘিরে!

পাণিনিরসপানের বেলা দিয়েছে এরা ফাঁকি,

         অমরকোষ-ভ্রমর এরা নহে।

নহে তো কেহ-সারস্বত-রস-সারসপাখি,

         গৌড়পাদ-পাদপে নাহি রহে।

অনুস্বরে ধনুঃশর-টংকারের সাড়া

         শঙ্কা করি দূরে দূরেই ফেরে।

শঙ্কর-আতঙ্কে এরা পালায় বাসাছাড়া,

         পালি ভাষায় শাসায় ভীরুদেরে।

চা-রস ঘন শ্রাবণধারাপ্লাবন লোভাতুর

         কলাসদনে চাতক ছিল এরা--

সহসা আজি কৌমুদীতে পেয়েছে এ কী সুর,

         চকোর-বেশে বিধুরে কেন ঘেরা!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.