কাপুরুষ (kapurush)

নিবেদনম্‌ অধ্যাপকিনিসু--

কর্তা তোমার নিতান্ত নন শিশু,

জানিয়ো তো সেই সংখ্যাতত্ত্বনিধিকে,

ব্যর্থ যদি করেন তিনি বিধিকে,

পুরুষজাতির মুখ্যবিজয়কেতু

গুম্ফশ্মশ্রু ত্যজেন বিনা হেতু,

গণ্ডদেশে পাবেন ক্ষুরের শাস্তি

একটুমাত্র সংশয় তায় নাস্তি।

সিংহ যদি কেশর আপন মুড়োয়

সিংহী তারে হেসেই তবে উড়োয়।

কৃষ্ণসার সে বদ্‌খেয়ালে হঠাৎ

শিং জোড়াটা কাটে যদি পটাৎ

কৃষ্ণসারনি সইতে সে কি পারবে--

ছী ছি ব'লে কোন্‌ দেশে দৌড় মারবে।

উলটো দেখি অধ্যাপকের বেলায়--

গোঁফদাড়ি সে অসংকোচে ফেলায়,

কামানো মুখ দেখেন যখন ঘরনি

বলেন না তো "দ্বিধা হও, মা ধরণী'।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.