সমাপন (somapon)

  এবারের মতো করো শেষ

          প্রাণে যদি পেয়ে থাকো চরমের পরম উদ্দেশ;

                        যদি অবসান সুমধুর

                আপন বীণার তারে সকল বেসুর

                     সুরে বেঁধে তুলে থাকে;

                        অস্তরবি যদি তোরে ডাকে

দিনেরে মাভৈঃ বলে যেমন সে ডেকে নিয়ে যায়

             অন্ধকার অজানায়;

           সুন্দরের শেষ অর্চনায়

আপনার রশ্মিচ্ছটা সম্পূর্ণ করিয়া দেয় সারা;

             যদি সন্ধ্যাতারা

           অসীমের বাতায়নতলে

শান্তির প্রদীপশিখা দেখায় কেমন করে জ্বলে;

             যদি রাত্রি তার

           খুলে দেয় নীরবের দ্বার,

      নিয়ে যায় নিঃশব্দ সংকেতে ধীরে ধীরে

      সকল বাণীর শেষ সাগরসংগম-তীর্থ-তীরে;

সেই শতদল হতে যদি গন্ধ পেয়ে থাকো তার

মানসসরসে যাহা শেষ অর্ঘ্য, শেষ নমস্কার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.