৩৮ (dhormoraj dilo jobe dhwongser)

ধর্মরাজ দিল যবে ধ্বংসের আদেশ

আপন হত্যার ভার আপনিই নিল মানুষেরা।

ভেবেছি পীড়িত মনে, পথভ্রষ্ট পথিক গ্রহের

অকস্মাৎ অপঘাতে একটি বিপুল চিতানলে

আগুন জ্বলে না কেন মহা এক সহমরণের।

তার পরে ভাবি মনে,

দুঃখে দুঃখে পাপ যদি নাহি পায় ক্ষয়

প্রলয়ের ভস্মক্ষেত্রে বীজ তার রবে সুপ্ত হয়ে,

নূতন সৃষ্টির বক্ষে

কণ্টকিয়া উঠিবে আবার।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.