৩ (ekta bose achhi hethay)

একা বসে আছি হেথায়

যাতায়াতের পথের তীরে।

যারা বিহান-বেলায় গানের খেয়া

আনল বেয়ে প্রাণের ঘাটে,

আলোছায়ার নিত্য নাটে,

সাঁঝের বেলায় ছায়ায় তারা

মিলায় ধীরে।

আজকে তারা এল আমার

স্বপ্নলোকের দুয়ার ঘিরে;

সুরহারা সব ব্যথা যত

একতারা তার খুঁজে ফিরে।

প্রহর পরে প্রহর যে যায়,

বসে বসে কেবল গনি

নীরব জপের মালার ধ্বনি

অন্ধকারের শিরে শিরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.