২২ (modhyodine adho ghume adho)

মধ্যদিনে আধো ঘুমে আধো জাগরণে

বোধ করি স্বপ্নে দেখেছিনু--

আমার সত্তার আবরণ

খসে পড়ে গেল

অজানা নদীর স্রোতে

লয়ে মোর নাম, মোর খ্যাতি,

কৃপণের সঞ্চয় যা-কিছু,

লয়ে কলঙ্কের স্মৃতি

মধুর ক্ষণের স্বাক্ষরিত;

গৌরব ও অগৌরব

ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায়,

তারে আর পারি না ফিরাতে;

মনে মনে তর্ক করি আমিশূন্য আমি,

যা-কিছু হারালো মোর

সব চেয়ে কার লাগি বাজিল বেদনা।

সে মোর অতীত নহে

যারে লয়ে সুখে দুঃখে কেটেছে আমার রাত্রিদিন।

সে আমার ভবিষ্যৎ

যারে কোনো কালে পাই নাই,

যার মধ্যে আকাঙক্ষা আমার

ভূমিগর্ভে বীজের মতন

অঙ্কুরিত আশা লয়ে

দীর্ঘরাত্রি স্বপ্ন দেখেছিল

অনাগত আলোকের লাগি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.