জানুয়ারি, ১৯৪০


 

আধোজাগা (adhojaga)


রাত্রে কখন মনে হল যেন

          ঘা দিলে আমার দ্বারে,

জানি নাই আমি জানি নাই, তুমি

          স্বপ্নের পরপারে।

     অচেতন মন-মাঝে

নিবিড় গহনে ঝিমিঝিমি ধ্বনি বাজে,

          কাঁপিছে তখন বেণুবনবায়ু

                   ঝিল্লির ঝংকারে।

জাগি নাই আমি জাগি নাই গো,

          আধোজাগরণ বহিছে তখন

                   মৃদুমন্থরধারে।

               গভীর মন্দ্রস্বরে

কে করেছে পাঠ পথের মন্ত্র

                   মোর নির্জন ঘরে।

জাগি নাই আমি জাগি নাই, যবে

     বনের গন্ধ রচিল ছন্দ

          তন্দ্রার চারিধারে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •