দেওয়া-নেওয়া (deoya neoya)

বাদল দিনের প্রথম কদমফুল

          আমায় করেছ দান,

আমি তো দিয়েছি ভরা শ্রাবণের

          মেঘমল্লারগান।

সজল ছায়ার অন্ধকারে

          ঢাকিয়া তারে

এনেছি সুরের শ্যামল খেতের

          প্রথম সোনার ধান।

আজ এনে দিলে যাহা

          হয়তো দিবে না কাল,

রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।

          স্মৃতিবন্যার উছল প্লাবনে

          আমার এ গান শ্রাবণে শ্রাবণে

          ফিরিয়া ফিরিয়া বাহিবে তরণী

                   ভরি তব সম্মান।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.