দ্বিধা (dwidha)

     এসেছিলে তবু আস নাই, তাই

                        জানায়ে গেলে

     সমুখের পথে পলাতকা পদ-পতন ফেলে।

               তোমার সে উদাসীনতা

        উপহাসভরে জানালো কি মোর দীনতা।

সে কি ছল-করা অবহেলা, জানি না সে--

                   চপল চরণ সত্য কি ঘাসে ঘাসে

                             গেল উপেক্ষা মেলে।

          পাতায় পাতায় ফোঁটা ফোঁটা ঝরে জল,

                   ছলছল করে শ্যাম বনান্ততল।

                        তুমি কোথা দূরে কুঞ্জছায়াতে

                             মিলে গেলে কলমুখর মায়াতে,

                   পিছে পিছে তব ছায়ারৌদ্রের

                             খেলা গেলে তুমি খেলে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.