শান্তিনিকেতন, ১৩ জানুয়ারি, ১৯৪০


 

অনাবৃষ্টি (onabrishti)


প্রাণের সাধন কবে নিবেদন

               করেছি চরণতলে,

অভিষেক তার হল না তোমার

               করুণ নয়নজলে।

     রসের বাদল নামিল না কেন

               তাপের দিনে।

     ঝরে গেল ফুল, মালা পরাই নি

               তোমার গলে।

     মনে হয়েছিল, দেখেছি করুণা

               আঁখির পাতে--

উড়ে গেল কোথা শুকানো যূথীর সাথে।

যদি এ মাটিতে চলিতে চলিতে

     পড়িত তোমার দান

          এ মাটি লভিত প্রাণ,

একদা গোপনে ফিরে পেতে তারে

          অমৃত ফলে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •